Sunday, April 28, 2019

৬০০ গোলের মাইলস্টোন রোনাল্ডোর

তুরিন: ক্লাব ফুটবল কেরিয়ারে ৬০০ গোলের মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো৷

শনিবার ইন্টার মিলানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এই রেকর্ড গড়েন সিআর সেভেন৷ পিছিয়ে পড়া অবস্থা থেকে ৬২ মিনিটে রোনাল্ডোর গোলে সমতায় ফেরে জুভেন্তাস৷

আরও পড়ুন- স্প্যানিশ লিগের খেতাব জয় বার্সার, দশম বারের জন্য মুকুট মাথায় তুললেন মেসি

মেসির আগেই এই কীর্তি গড় লিওকে পিছনে ফেললেন সিআর সেভেন৷ এখনও পর্যন্ত ক্লাবস্তরে মেসির গোলের সংখ্যা ৫৯৮টি৷ শনিবার মেসির গোলে লেভান্তের বিরুদ্ধে ঘরের মাঠে ১-০ জয় পায় বার্সা৷ ফলে ক্লাব ফুটবলে মেসির গোলসংখ্যা এখন ৫৯৮টি৷ ক্লোজ ফাইট হলেও শেষ মুহূর্তে মেসি ৬০০ গোলের মাইলস্টোন স্পর্শ করার আগেই সেই কীর্তি গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো৷

আরও পড়ুন- স্প্যানিশ লিগের খেতাব জয় বার্সার, দশম বারের জন্য মুকুট মাথায় তুললেন মেসি

একনজরে রোনাল্ডোর ক্লাব কেরিয়ার-

১) স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল- ৫ টি গোল ২) ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- ১১৮টি গোল ৩) রিয়াল মাদ্রিদ- ৪৫০ টি গোল ৪) জুভেন্তাস-২৭ গোল

আরও পড়ুন-একনজরে আইপিএল পয়েন্ট টেবিল

সব মিলিয়ে আন্তর্জাতিক গোলে মেসি বনাম রোনাল্ডো-

রোনাল্ডো— স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগাল- ৫ টি গোল,ম্যাঞ্চেস্টার ইউনাইটেড- ১১৮টি গোল, রিয়াল মাদ্রিদ- ৪৫০ টি গোল, জুভেন্তাস-২৭ গোল দেশের জার্সিতে গোল-৮৫টি৷ সব মিলিয়ে আন্তর্জাতিক গোলের সংখ্যা- ৬৮৫টি

মেসি— বার্সেলোনা জার্সিতে গোল- ৫৯৮টি, দেশের জার্সিতে গোল ৬৫টি৷ মোট গোলের সংখ্যা-৬৬৩টি৷

The post ৬০০ গোলের মাইলস্টোন রোনাল্ডোর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2PAoKOA

No comments:

Post a Comment