নয়াদিল্লি : চারিদিকে ধুধু করছে সাদা আস্তরণ৷ বরফের চাঁইয়ের ওপর একটু ঠাহর করতেই নজরে এল সেই ছবি৷ বড় বড় পায়ের ছাপ চলে গিয়েছে যতদূর চোখ যায়৷ এই ছবি দেখেই চমকে উঠেছে দুনিয়া৷ ভারতীয় সেনাবাহিনীর পর্বতারোহনের টিম ট্যুইট করেছে এই ছবি৷
অবশ্য শুধু এই ছবি নয়, ট্যুইটে রয়েছে আরও ছবি৷ তবে সাড়া ফেলেছে রহস্যময় বড়বড় পায়ের ছাপ৷ এই পায়ের ছাপ কার? তবে কি ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ সত্যিই রয়েছে? ইয়েতি জল্পনা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে এই ছবি প্রকাশ্যে আসার পর৷
সোমবার ভারতীয় সেনা শেয়ার করে এই পায়ের ছাপের ছবি৷ নেপালের মাকালু বেস ক্যাম্প থেকে সেনার পর্বতারোহণ টিম যাত্রা শুরু করে৷ তাঁদেরই চোখে পড়ে এই ছবি৷ তবে সেনাবাহিনীর এই ছবির সত্যতা কতটা, তা নিয়ে অবশ্য প্রশ্ন তুলেছেন অনেকেই৷
For the first time, an #IndianArmy Moutaineering Expedition Team has sited Mysterious Footprints of mythical beast 'Yeti' measuring 32×15 inches close to Makalu Base Camp on 09 April 2019. This elusive snowman has only been sighted at Makalu-Barun National Park in the past. pic.twitter.com/AMD4MYIgV7
— ADG PI – INDIAN ARMY (@adgpi) April 29, 2019
যারা তিব্বতে টিনটিন বা সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়চূড়ায় আতঙ্ক পড়েছেন, তাদের কাছে এই ইয়েতি নামটা বেশ পরিচিত৷ এই বিশালাকার প্রাণীর উপস্থিতি রয়েছে হিমালয়ের কোলে, এমন জল্পনা ভাসে৷ তবে আজও এর অস্তিত্ব সম্পর্কে সন্দেহ রয়েছে৷
১৮৩২ সালে অভিযাত্রী হাডসনের বর্ণনার পর ইয়েতির ব্যাপারে খোঁজ খবর শুরু হয়৷ এরপর ১৮৯৯ সালে লরেন্স ওয়েডেল নামের এক পর্বতারোহী দাবি করেন তিনি ইয়েতির পায়ের ছাপ দেখতে পেয়েছেন। কিন্তু সেটি তুষারমানব কিনা সে ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন। ১৯১৩ সালে একদল চিনা শিকারি হিমালয়ের তুষার ঢাকা অঞ্চলে তুষার মানব দেখেছে বলে দাবি করে৷
১৯২১ সালে কর্নেল সি কেক হাওয়ার্ড বেরির নেতৃত্বে একদল অভিযাত্রী এভারেস্ট অভিযানে যায় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট ওপরে পৌঁছান। তারাও এই পায়ের ছাপের সাক্ষী বলে তথ্য পাওয়া যায়৷ তবে হিমালয়ে বসবাসকারী বৌদ্ধধর্মে বিশ্বাসী কিছু সম্প্রদায় বিশ্বাস করে এই ইয়েতি রয়েছে৷ তাকে পুজোও করেন তাঁরা৷
আরও পড়ুন : সম্প্রীতির বার্তা দিতে গির্জায় হাজির মৌলবী সহ শতাধিক মুসলিম
২০১১ সালে বিজ্ঞানীরা দাবি করেন ইয়েতির উপস্থিতির ব্যাপারে ৯৫ শতাংশ প্রমাণ মিলেছে৷ মার্কিনি নৃতত্ববিদ জেফ্রে মেলড্রাম রাশিয়ার এক সম্মেলনে দাবি করেন ইয়েতি নেই৷ জনপ্রিয়তা লাভের জন্য কিছু মানুষ এই জল্পনাকে সত্যি বলে চালাবার চেষ্টা করছে৷
তারপরে ভারতীয় সেনার পোস্ট করা এই ছবি সাড়া ফেলেছে৷ ৯ই এপ্রিল পর্বতারোহণ অভিযানে গিয়েছিল সেনার এই বিশেষ দল৷ তারা ৩২x১৫ ইঞ্চির মাপের বড় বড় পায়ের ছাপ দেখতে পায় বলে খবর৷ তবে সন্দেহের অবকাষশ এখনও থেকে যাচ্ছে বইকী!
The post বরফের ওপর রহস্যময় পায়ের ছাপ, সেনার ট্যুইটে ‘ইয়েতি’ জল্পনা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2VHy74V
No comments:
Post a Comment