শ্রীনগর: আরও এক মিথ্যা ধরা পড়ল পাকিস্তানের৷ বুধবার পাকিস্তান জানায় ভারতে তারা কোনও এফ-১৬ যুদ্ধবিমান পাঠায়নি৷ যে যুদ্ধবিমানটি নৌসেরা সেক্টরে ভেঙে পড়ে সেটা ভারতের মিগ বিমান৷ কিন্তু বৃহস্পতিবার সকালে পাকিস্তানের মুখোশ গেল খুলে৷ ভারত-পাক সীমান্তের কাছে এফ-১৬ যুদ্ধবিমানের ধ্বংসাবশের খোঁজ পায় বায়ুসেনা বাহিনী৷
বুধবার সকালে আকাশসীমা লঙ্ঘন করে ভারতে ঢুকে পড়ে তিনটি এফ-১৬ যুদ্ধবিমান৷ অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমান পাকিস্তান আমেরিকার কাছ কেনে৷ সেই যুদ্ধবিমান নিয়ে ভারতে পাল্টা হামলা করতে আসে পাক বায়ুসেনা৷ এফ-১৬র মোকাবিলায় ভারত তখন পাঠায় রাশিয়ার প্রযুক্তিতে তৈরি মিগ-২১৷ ভারতের বায়ুসেনার প্রবল প্রতিরোধের মুখে পড়ে শেষমেশ পিছু হটে এফ-১৬ যুদ্ধবিমান৷
পালানোর সময় একটি এফ-১৬ যুদ্ধবিমানকে ধাওয়া করেন উইং কমান্ডর অভিনন্দন৷ গুলি করে পাকিস্তানের সেই যুদ্ধবিমানটিকে মাটিতে নামান৷ সেই সময় বিমানের কিছু ধ্বংসাবশেষ পড়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে৷ পাকিস্তান প্রথমে দাবি করেছিল ভারতের দুটি যুদ্ধবিমান সীমান্ত অতিক্রম করে৷ পরে সেই বিবৃতি সংশোধন করে জানায়, দুটি নয় একটি ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানে ঢুকে পড়ে৷ আসলে প্রথম বিমানটি তাদেরই এফ-১৬ যুদ্ধবিমান ছিল৷
The post পাওয়া গেল পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2T63gOD
No comments:
Post a Comment