হ্যামিলটন: কিউয়িদের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর পেরনো সম্ভব হলেও কিউয়িদের মাটিতে বৃহস্পতিবার সর্বনিম্ন স্কোরে গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম তিন ম্যাচে জিতে সিরিজ কব্জা করেই বিরাট ফিরেছেন দেশে। দলের দায়িত্বে ডেপুটি রোহিত শর্মা। চোটের কারণে চতুর্থ ওয়ান ডে’তেও নেই মাহি। বিশ্রামে গত দু’ম্যাচের নায়ক মহম্মদ শামি।
বিশ্বকাপের আগে দলের তরুণ তুর্কিদের ঝালিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ ছিল এটাই। তাই বিরাটের পরিবর্তে অনুর্ধ্ব ১৯ বিশ্বজয়ের নায়ক শুভমান গিল ও শামির পরিবর্তে খলিল এলেন একাদশে। তবে সিরিজ জয়ের পর সেডন পার্কে ভারতীয় দলের পরীক্ষা-নিরীক্ষা মুখ থুবড়ে পড়ল। কিউয়ি পেস অ্যাটাকের সামনে চতুর্থ ওয়ান ডে’তে লজ্জার ইনিংস গড়লেন ভারতীয় ব্যাটসম্যানরা। সিরিজ হারলেও চতুর্থ ওয়ান ডে’তে মাত্র ১৪.৪ ওভারে লক্ষ্যমাত্রা তাড়া করে ৮ উইকেটে জয় তুলে নিল নিউজিল্যান্ড। সেইসঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ব্যবধান কমিয়ে আনল কিউয়িরা।
আরও পড়ুন: ধোনি-কোহলিকে পিছনে ফেললেন ভারতীয় তারকা
বাঁ-হাতি বোল্টের ৫ উইকেট, গ্র্যান্ডহোমের ৩ উইকেটে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল রোহিতদের ইনিংস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৮৮। তবে সেটা ছিল ডাম্বুলার মাটিতে। অর্থাৎ নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের মাটিতে এদিনের ৯২ রানের ইনিংসটাই সর্বনিম্ন হয়ে রইল টিম ইন্ডিয়ার জন্য। তবে ওয়ান ডে ক্রিকেটে ভারতের সর্বনিম্ন রানের ইনিংস এসেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় দু’দশক আগে। ২০০০ শারজার মাটিতে মাত্র ৫৪ রানে গুটিয়ে গিয়েছিল ভারতীয় ইনিংস। সেই নিরীখে বিচার করলে হ্যামিলটনে রোহিতদের ইনিংস সর্বনিম্নের তালিকায় থাকবে সাত নম্বরে।
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে জাতীয় দলে বাংলার ঈশ্বরণ
বৃহস্পতিবার সেডন পার্কের ইনিংস ধরলে ওয়ান ডে ক্রিকেটে সপ্তমবার তিন অঙ্কের কম স্কোরে গুটিয়ে গেল ভারতের ইনিংস।
একনজরে দেখে নেওয়া যাক সেই তালিকা:
৫৪ বিপক্ষ শ্রীলঙ্কা – শারজা (২০০০)
৬৩ বিপক্ষ অস্ট্রেলিয়া – সিডনি (১৯৮১)
৭৮ বিপক্ষ শ্রীলঙ্কা – কানপুর (১৯৮৬)
৭৯ বিপক্ষ পাকিস্তান – শিয়ালকোট (১৯৭৮)
৮৮ বিপক্ষ নিউজিল্যান্ড – ডামবুলা (২০১০)
৯১ বিপক্ষ দক্ষিণ আফ্রিকা – ডারবান (২০০৬)
৯২ বিপক্ষ নিউজিল্যান্ড – হ্যামিলটন (২০১৯)
The post ওয়ান ডে’তে ভারতের সাত সর্বনিম্ন স্কোর একনজরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2GatEPO
No comments:
Post a Comment