আমেদাবাদ: বড়দিনে পুলিশের ছোট জামা কাপড় পড়ার বিরুদ্ধে ফরমান জারি করার পর এবার নৈতিকতার পাঠ পড়ালো আমেদাবাদের পুলিশ কর্তারা৷ নোটিশ জারি করে নববর্ষের পার্টি আয়োজকদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে কোনও রকম অশ্লীল পার্টি আয়োজন করা যাবে না৷ মহিলাদের গরিমায় যাতে কোনও রকমের আঘাত না আসে সেই দিকেও বিশেষ নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই নোটিশে৷ নির্দেশ ভাঙলেই কড়া পদক্ষেপ নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে৷
আমেদাবাদ পুলিশের এক কর্তা জানান নতুন বছরের আগমনে শহর জুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকেন শহরবাসী৷ পুলিশের পক্ষ থেকে তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে এই অনুষ্ঠানগুলিতে কোনও রকমের অশ্লীলতা যাতে না থাকে সেই দিকে বিশেষ নজর রাখতে হবে উদ্যোক্তাদের৷ এই পুলিশ কর্তা জানান এমন কোনও কাজ করা যাবে না যাতে মহিলাদের সম্মানহানি হয়৷ এমন কোনও ঘটনা ঘটলেই পুরো দায়িত্ব উদ্যোক্তাদের নিতে হবে৷
নোটিশে এ কথাও উল্লেখ করা রয়েছে অনুষ্ঠান চলাকালীন বাইরে এবং ভিতরে পর্যাপ্ত সংখ্যায় মহিলা এবং পুরুষ সুরক্ষাকর্মীর ব্যবস্থা রাখতে হবে যাতে কোনও রকমের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়৷ নিয়মের অমান্য করলেই পুলিশ অনুষ্ঠান বন্ধ করার মতো সিদ্ধান্ত নিতে পারে বলে জানান আহমেদাবাদ পুলিশ কর্তারা৷ এছাড়াও আয়োজন কর্তাদের অনুষ্ঠানের ভিডিও তৈরি করার উপরও জোর দিয়েছেন পুলিশ আধিকারিকেরা৷ অনুষ্ঠান স্থলের প্রবেশ এবং বাহিরের পথে সিসিটিভি বসানোর নির্দেশও দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানের পরে এই ফুটেজ থানায় জমা করার কথাও জানান পুলিশ কর্তারা৷
The post বর্ষবরণের রাতে মহিলাদের প্রতি অশালীন হলেই ঠাঁই হবে শ্রীঘরে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AmbJln
No comments:
Post a Comment