Sunday, December 30, 2018

ধোনির বিদায়ী দিনে ইতিহাস বিরাটের

সুভীক কুন্ডু, কলকাতা ২৪x৭: ব্যাটনটা ঠিক হাতেই গিয়েছে! প্রাক্তনরা নিশ্চয় আজ এই কথাই বলছেন৷ ঠান্ডা ঠান্ডা কুল কুল ভদ্রলোকের হাত থেকে নেতৃত্ব গরম মাথার কোহলির হাতে যাওয়ার পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, রাইট চয়েস তো? এশিয়া কাপে কাপ্তান রোহিতের হিমশীতল মাস্তানির পর প্রশ্নটা বাঁক খেয়ে আরও জটিল হয়েছে৷ কেউ বলেছেন মাথা গরমে টেস্ট জেতা যায় না৷ কেউ বলেছেন দল নিয়ে হচ্ছে এযে শুধুই কাটাছেঁড়া!

আগ্রাসন, উদ্ধত্য, বিপক্ষকে সম্মান না দেওয়া এসবের জন্য দুর্নাম গায়ের সঙ্গে লেপটে গিয়েছে৷ শেষ কয়েক দিনে তো আবার অনেক শব্দ খরচ হয়েছে এই নিয়ে৷ শীতের সকালে পাড়ার চায়ের ঠেকে তর্ক-বিতর্কে কেটে গিয়েছে মিনিটের পর মিনিট৷ সিডনি থেকে মেলবোর্ন, সিরিজের হাওয়া ক্রমেই হয়েছে গরম৷ ব্যাটিং নয়, চোখে চোখ রেখে অজি কাপ্তানের সঙ্গে তাঁর ‘দেখ লেঙ্গে’ মার্কা শরীরি ভাষাই উঠে এসেছে খবরের শিরোনামে৷ বছর শেষে সেই নামেরই আজ জয়ধ্বনি৷ তাঁর নামের পাশে এখন যে ইতিহাসের হাতছানি৷

আরও পড়ুন- গাভাসকরের পর এবার কলার তোলার খুব কাছে কোহলি

এত সবের পরে চিত্রনাট্যের প্রধান চরিত্রের সঙ্গে নতুন করে পরিচয় নিষ্প্রয়োজন৷ তিনি বিরাট কোহলি৷ রবি সকালে মেলবোর্নে যার হাত ধরে ভারতীয় ক্রিকেটের নতুন সূর্যোদয় হয়ে গেল৷ সিরিজের তৃতীয় টেস্ট জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন কাপ্তান বিরাট৷ এই প্রথম অজিদের ডেরায় কোনও টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত৷ পাখির চোখ এবার সিডনিতে সিরিজ জয়৷ ওটা হলে ব্র্যাডম্যানের দেশ থেকে সিরিজ জিতে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলতে পারে কোহলি অ্যান্ড কোং৷ যে রেকর্ড নেই কোনও ভারতীয় কাপ্তানের৷

ব্যাক্তিগত রেকর্ডেও এদিন নজির ভিকের৷ এদিন অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে সর্বাধিক টেস্ট জয়ের নজিরে সৌরভকে ছুঁলেন বিরাট৷ এর আগে ২৮টি অ্যাওয়ে টেস্টে ১১টি জিতেছেন সৌরভ৷ ২৪টি অ্যাওয়ে ম্যাচ খেলেই সেই রেকর্ড ছুঁলেন ভিকে৷ তালিকায় তিনে আছেন কোহলির পূর্বসূরি ধোনি৷ ৩০টি অ্যাওয়ে ম্যাচে ৬টি জিতেছিলেন মাহি৷ শেষবার মেলবোর্নে ভারতের টেস্ট জয় এসেছিল ১৯৮১ সালে৷ সেবার গাভাসকরের ছেলেরা অজিদের হারিয়ে ঐতিহাসিক মেলবোর্নে রূপকথা লিখেছিল৷ কাকতালীয়ভাবে সাড়ে তিন দশক পর বিরাটের ভারত মেলবোর্নে যেদিন ইতিহাস লিখল বছর চারেক আগে সেই দিনই টেস্ট ক্রিকেট থেকে সন্ন্যাস নিয়েছিলেন কোহলির পূর্বসূরি ধোনি৷

আরও পড়ুন- মেলবোর্নে ইতিহাস লিখে সিরিজে ২-১ লিড কোহলিদের

দিন মিলিয়ে পরিসংখ্যান বলছে বছর চারেক আগে সেটাও ছিল ৩০ ডিসেম্বর আর মঞ্চ ছিল মেলবোর্ন৷ অজিদের বিরুদ্ধে টেস্ট ড্র করে হঠাৎই টেস্ট ক্রিকেট থেকে নেতৃত্ব ছাড়েন মহন্দ্র সিং ধোনি৷ শুধু নেতৃত্ব কেন! সাদা জার্সিতে টেস্ট ক্রিকেটকেও গুডবাই জানিয়েছিলেন৷ ধোনি ভক্তদের কাছে ৩০ ডিসেম্বর দিনটা তাই কালো দিবস হিসেবেই রয়ে গিয়েছে৷ সেই সব ভক্তদের ক্ষতে এদিন যেন প্রলেপ লেপে দিলেন কোহলি৷ ধোনির বিদায়ী দিনে, তাঁরই বিদায়ী মঞ্চে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গিয়ে এযেন মাহিকে পরোক্ষভাবে ট্রিবিউট কোহলির৷

পুনশ্চ, ধোনির জুতোয় পা গলিয়ে কাপ্তান(টেস্ট) হিসেবে চার বছর আগে কোহলির অভিষেক মঞ্চ ছিল সিডনি৷ ভাগ্যচক্রে সেই সিডনিতেই এবার সিরিজের ফাইনাল টেস্ট৷ কাপ্তান হিসেবে কেরিয়ারের প্রথম টেস্ট জিততে পারেননি কোহলি৷ নতুন বছরে সিডনি ম্যাচ জিতে নতুন ইতিহাস লিখতে পারবেন কী বিরাট? আশায় বুক বাঁধা শুরু লাখো লাখো ক্রিকেটভক্তের৷

The post ধোনির বিদায়ী দিনে ইতিহাস বিরাটের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper http://bit.ly/2AnBz8O

No comments:

Post a Comment