Friday, November 30, 2018

সিধুকে অবিলম্বে গ্রেফতার করা উচিত : সুব্রহ্মণ্যম স্বামী

নয়াদিল্লি: বৃহস্পতিবারই ভাইরাল হয়েছিল ছবিটা৷ তারপর থেকেই বিতর্ক শুরু৷ এক ফ্রেমে দেখা গিয়েছিল পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিং সিধু ও খালিস্তানিপন্থী শিখ নেতা গোপাল চাওলাকে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছিল সিধুর ভূমিকা নিয়ে৷ এক ধাপ এগিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী৷

তাঁর দাবি পঞ্জাব মন্ত্রী ও কংগ্রেস নেতা সিধুকে অবিলম্বে জাতীয় সুরক্ষা আইন মোতাবেক গ্রেফতার করা উচিত৷ এখানেই শেষ নয়, সিধুর গতিবিধি ও ও উদ্দ্যেশ্য নিয়েও প্রশ্ন তুলে স্বামীর দাবি এই ঘটনার তদন্তভার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির হাতে দেওয়া উচিত৷ যদিও এই ঘটনার পর সিধুর সাফাই, তিনি নাকি গোপাল চাওলাকে চেনেন না৷ সেই বক্তব্য প্রসঙ্গে স্বামীর দাবি তাহলে খালিস্তান নিয়েও সিধুর মাথাব্যথা থাকার কথা নয়৷

শুধু সুব্রহ্মণ্যম স্বামীই নন, সিধুর এই ছবির নিন্দা করেছেন শিরোমণি অকালি দলের নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর৷ তিনি বলেন সিধু এখন ‘পাকিস্তানি এজেন্ট’ হয়ে গিয়েছেন৷ কেন এই ধরণের ঘটনা ঘটল, তার জবাবদিহি করতে হবে খোদ কংগ্রেস সভাপতিকে৷

তবে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সিধু৷ তিনি বলেন গোপাল চাওলাকে চেনেন না বলেই তাঁর সঙ্গে এক ফ্রেমে দেখা গিয়েছে তাঁকে৷ সৎ উদ্দ্যেশ্য নিয়েই তিনি সেখানে গিয়েছেন৷ তিনি এও বলেন ওই অনুষ্ঠানের কমপক্ষে ৫-১০ হাজার ছবি তোলা হয়েছে৷ তাই সেই সব ছবি কে তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছে, তা দেখা সম্ভব নয়৷

উল্লেখ্য এই গোপাল চাওলাকে কখনও দেখা গিয়েছে মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাইফ সইদের সঙ্গে কথা বলতে৷ কখনও দেখা গিয়েছে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে হাত মেলাতে৷ আবার সম্প্রতি অমৃতসরের নিরঙ্কারী সৎ সঙ্গ আশ্রমে গ্রেনেড হামলার পরেও তার নাম উঠে এসেছে৷ এমনই খালিস্তানিপন্থী শিখ নেতার সঙ্গে কংগ্রেস নেতা তথা পাঞ্জাবের মন্ত্রী নভজ্যোৎ সিং সিধুর ছবি নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছে৷

শিখ ধর্মগুরু নানকের জন্মস্থান পাকিস্তানের কর্তারপুরে ভারতীয় শিখদের যাওয়ার জন্য করিডর উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নভজ্যোৎ সিং সিধু ও পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ সেখানেও দেখা গিয়েছে খালিস্তানপন্থী নেতা গোপাল সিং চাওলাকে৷ এরপর গোপাল সিং তার ফেসবুকে সিধুর সঙ্গে একটি ছবি পোস্ট করেন৷ যাবতীয় বিতর্কের কেন্দ্রে সেই ছবি৷

The post সিধুকে অবিলম্বে গ্রেফতার করা উচিত : সুব্রহ্মণ্যম স্বামী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2TXR9A3

No comments:

Post a Comment