স্টাফ রিপোর্টার, তমলুক: সামনেই দেওয়ালি৷ আর তাই বাজারে ঢু মারলেই নজরে পড়বে বাজির সম্ভার৷ সারা বছর ধরে বাজি তৈরি হলেও দেওয়ালির সময় বাজার ধরতে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি তৈরি করে থাকেন কারিগররা৷ আর দেওয়ালির আগে এলাকায় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে সেই সমস্ত নিষিদ্ধ শব্দবাজি বন্ধ করার জন্য মরিয়া হয়ে পড়েন৷ শুরু হয় অভিযান৷
আর বাড়ছনবেড়িয়ার পর এবার অভিযান চলল আমতলিয়ায়৷ কাঁথির এই গ্রাম থেকে রবিবার রাতে হানা দিয়ে প্রচুর নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা৷ নিষিদ্ধ বাজি আটকাতে পূর্ব মেদিনীপুরে জোরদার তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ জেলার চন্ডিপুর, পাঁশকুড়া, তমলুক, পটাশপুর, মহিষাদল, ভগবানপুর, এগরা, কাঁথির বিভিন্ন জায়গায় লাগাতার নাকা তল্লাশি করেছে পুলিশ৷
উৎসবের মরশুম আসতেই চাহিদা বেড়েছে আতসবাজির৷ আর চাহিদাকে পুঁজি করে জেলার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বেআইনি বাজি তৈরির কারবার৷ পুলিশ সেই বাজি ধরতে মরিয়া চেষ্টা চালাচ্ছে৷ এটা অবশ্য বাজি-বাজারে নতুন কোনও ঘটনা নয়৷ প্রতি বছরই এমন ঘটনা ঘটে জেলায়৷
আরও পড়ুন: পারিবারিক বিবাদের জেরে আত্মঘাতী মৃৎশিল্পী
প্রশাসনের নিষেধ সত্ত্বেও মূলত বেশি লাভের আশায় ঝুঁকি নিয়ে নিষিদ্ধ বাজি তৈরি চলছে বলে অভিযোগ৷ সেই সঙ্গে এই বাজির চাহিদা প্রচুর৷ তাই, কিছু ব্যবসায়ী এই বাজি তৈরি ও বিক্রিতে বেশ আগ্রহী৷
রবিবার রাতে আমতলিয়াতে শ্রীকৃষ্ণ মাইতির বাজির আড়তে অভিযান চালিয়ে নিষিদ্ধ বাজি আটক করে পুলিশ৷ সেই সঙ্গে উদ্ধার হয় বাজি তৈরির প্রচুর সরঞ্জাম এবং অনেক বারুদ৷ তবে এই ঘটনায় পুলিশ শ্রীকৃষ্ণ মাইতিকে গ্রেফতার করতে পারেনি৷
কাঁথির বাড়ছনবেড়িয়া, হিরাকনিয়া এই সমস্ত এলাকা থেকে মূলত শব্দবাজি সরবরাহ করা হয়৷ হিরাকনিয়াতে বছর চারেক আগে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল চারজনের। অভিযোগ, তবুও উৎসবের মরশুম শুরু হলেই বাজি নিয়ে লুকোচুরি খেলা শুরু করে দেয় কারবারিরা। শনিবার বাড়ছনবেড়িয়া থেকে উদ্ধার হয়েছিল প্রচুর নিষিদ্ধ বাজি। শব্দবাজির দৌরাত্ম্য কমাতে এই অভিযান চলবে বলে জানিয়েছেন কাঁথির অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু৷
The post কাঁথিতে পুলিশি অভিযানে উদ্ধার লক্ষাধিক টাকা’র শব্দবাজি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PZa0Zi
No comments:
Post a Comment