টোকিও: ফের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে রবিবার সাক্ষাৎ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি জানান, শিনজো আবের সঙ্গে এই নিয়ে ১২বার দেখা করলেন তিনি৷ প্রধানমন্ত্রীর পদে থাকাকালীন প্রথম তিনি দেখা করেছিলেন ২০১৪ সালের সেপ্টেম্বরে৷
জানা গিয়েছে, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে জায়গা পেতে পারে আঞ্চলিক নিরাপত্তা থেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়৷ পাশাপাশি ভারত-জাপান সম্পর্ক কি করে আরও দৃঢ় করা যায় সেই নিয়েও আলোচনা চলতে পারে তাঁদের মধ্যে৷ দুদিনের এই সামিটের প্রথমদিন রবিবার মূল অ্যাজেন্ডা হিসেবে প্রতিরক্ষা জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে৷
পড়ুন: রাশিয়া এফেক্ট, প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ ফেরালেন ট্রাম্প
বৈঠকের পরে তাঁরা হোটেলে মধ্যাহ্নভোজন শেষে পরবর্তী পূর্ব নির্ধারিত কাজগুলি করবেন৷ তালিকায় রয়েছে দুই প্রধানমন্ত্রীর প্রাইভেট ডিনার এবং ট্রেনে করে টোকিও সফরও৷
দ্বিপাক্ষিক চুক্তি ছাড়া দুই রাষ্ট্রনেতার আলোচনার মধ্যে আঞ্চলিক সমস্যা থেকে বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগিল উঠে আসতে পারে বলে জানা গিয়েছে৷ পাশাপাশি টোকিওতে মোদী ইন্ডিয়ান কমিউনিটির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন বাণিজ্যিক অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে৷
Prime Ministers @narendramodi and @AbeShinzo meet at Yamanashi. They would be holding talks through the day on deepening India-Japan ties. pic.twitter.com/T9eGZ3yuVx
— PMO India (@PMOIndia) October 28, 2018
The post প্রতিরক্ষাই প্রধান অ্যাজেন্ডা মোদী-সিনজোর বৈঠকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OT35El
No comments:
Post a Comment