Saturday, September 29, 2018

‘পুলিশকে গুলি চালানোর অধিকার কে দিল’, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন নিহতের স্ত্রীর

লখনউ: গাড়ি দাঁড় করাতে বলেছিল টহলদার পুলিশ৷ কিন্তু তাতে তোয়াক্কা না করায় গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায় কনস্টেবল৷ নিয়ন্ত্রণ রাখতে না পেরে গাড়িটি গিয়ে ধাক্কা মারে সামনের একটি আন্ডারপাসের পিলারে৷ মৃত্যু হয় বিবেক তিওয়ারি (৩৮) নামে এক যুবকের৷ উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতীনগরে শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে৷ এই ঘটনায় নিহতের স্ত্রীর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হস্তক্ষেপের দাবি করেছেন৷

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন এক সহকর্মীর সঙ্গে গাড়িতে যাচ্ছিলেন বিবেক৷ তিনি অ্যাপেলের অ্যাসিসটেন্ট সেলস ম্যানেজার৷ পুলিশের দাবি, চেকিংয়ের জন্য বিবেক তিওয়ারির গাড়িটিকে দাঁড়াতে বলা হয়েছিল৷ কিন্তু গাড়িটি দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে৷ এর জেরে পুলিশ-বাইকে থাকা দুই কনস্টেবল আহত হন৷ এরপরই ওই দুই কনস্টেবলের একজন গাড়িতে গুলি চালায়৷ যে কনস্টেবলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে তার নাম প্রশান্ত কুমার৷ সঙ্গী ছিল সন্দীপ কুমার৷ সূত্রের খবর, দু’জনকেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে পুলিশ৷

পুলিশের এক আধিকারিক কালানিধি নৈথানি জানান, ‘‘প্রশান্ত ভেবেছিলেন গাড়ির ভিতর কোনও ক্রিমিনাল রয়েছে৷ যে পালানোর জন্য পুলিশের পেট্রোল-বাইকে হামলার চেষ্টা করছে৷ আত্মরক্ষার জন্য তিনি গুলিটি চালান৷’’ ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওপি সিং বলেন, প্রাথমিকভাবে দেখা গিয়েছে প্রশান্ত যা করেছেন তা বেআইনি৷ সেলফ ডিফেন্সের ক্ষেত্রেও একটা সীমা মানা দরকার৷ প্রশান্ত তা পার করে গিয়েছেন৷ খুনের মামলা দায়ের করে তদন্ত চলছে৷

শুক্রবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে৷ গুলিটি গাড়ির উইন্ডশিল্ডে করার ফলে কাঁচ ভেঙে বিবেকের গলায় লাগে৷ এরপরই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়৷ নিহতের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে৷ নিহতের শ্যালক বিষ্ণু শুক্লা প্রশ্ন তোলেন, ‘‘পুলিশ কেন ওকে গুলি করল! ও কি জঙ্গি ছিল? আমরা জনপ্রতিনিধি হিসাবে যোগী আদিত্যনাথের হস্তক্ষেপ দাবি করছি৷ আমরা নিরপেক্ষ সিবিআই তদন্তও চাই৷’’ অন্যদিকে বিবেক তিওয়ারির স্ত্রী কল্পনা তিওয়ারি বলেন, ‘‘আমার স্বামীকে গুলি করার অধিকার পুলিশকে কে দিল৷ মুখ্যমন্ত্রী আসুন৷ আমার সঙ্গে কথা বলুন৷’’

The post ‘পুলিশকে গুলি চালানোর অধিকার কে দিল’, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন নিহতের স্ত্রীর appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R9YDyH

No comments:

Post a Comment