Saturday, September 29, 2018

ফ্রিজের কমপ্রেশর ফেটে মৃত চার

গোয়ালিওর: রেফ্রিজারেটরের কমপ্রেশর ফেটে ভেঙে পড়ে দেওয়াল৷ সেই দেওয়ালের তলায় চাপা পড়ে প্রাণ হারালেন চারজন৷ শুক্রবার গভীর রাতে মধ্যপ্রদেশের গোয়ালিওরের ঘটনা৷ গোয়ালিওরের দর্পণ কলোনির এই ঘটনা ঘিরে শনিবার সকাল থেকে হইচই পড়ে যায় এলাকায়৷

সূত্রের খবর, বাড়িটিতে ন’জন ছিলেন যখন এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে৷ মৃতদের তালিকায় অনন্তরম পরিহার নামে এক ব্যক্তি রয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ তিনি স্থানীয় এক বেসরকারি কলেজের ক্যান্টিন কর্মী৷ ফ্রিজের কমপ্রেশারটি বিকট শব্দে মাঝরাতে ফেটে যায়৷

এলাকার লোকজন বিশ্বাসই করতে পারছেন না, ফ্রিজ থেকে এত বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে৷ তাঁরাই পুলিশে খবর দেন৷ রেফ্রিজারেটর বিশেষজ্ঞদেরও খবর দেওয়া হয়৷ কীভাবে এক বড় ঘটনাটি ঘটল তা তারা খতিয়ে দেখবেন৷

The post ফ্রিজের কমপ্রেশর ফেটে মৃত চার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2R4dUAS

No comments:

Post a Comment