ওকলতি করা যদি আপনার ড্রিম-জব হয়ে থাকে৷ তবে, আপনার জন্য সুখবর৷ অতিরিক্ত জেলা ও দায়রা জজ (অ্যাডিশনাল ডিসট্রিক্ট অ্যান্ড সেসনস জাজ) পদের জন্য রাজস্থান হাইকোর্ট শুরু করল আবেদনের প্রক্রিয়া৷ শূন্যপদের সংখ্যা থাকছে ৪৮ টি৷ আগ্রহী প্রার্থীরা বিশদ জানতে চোখ রাখুন সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে৷ তবে, আবেদনকারীকে হতে হবে ভারতের স্বীকৃত কোন আইন বিশ্ববিদ্যালয় থেকে আইনের উপরে স্নাতকোত্তীর্ণ৷
কীভাবে আবেদন জানাবেন পদটির জন্য? https://ift.tt/2xWgpfK ভিজিট করে নির্দিষ্ট নিয়মাবলী মেনে প্রার্থীরা আবেদন করতে পারেন পদটির জন্য৷ এছাড়া, সরাসরি অফিসিয়াল অ্যাডভার্টাইসমেন্টের জন্য ক্লিক করুন নীচের লিঙ্কটিতে, http://164.100.222.238/hcraj/djrecruitment-2018.php৷ আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনেই আবেদন জানাতে পারবেন৷ অন্য পদ্ধতিতে আবেদন করলে আবেদনপত্র জমা নেওয়া হবে না৷
আবেদনের শেষ তারিখ থাকছে ১০ অক্টোবর, ২০১৮৷ এদিন মধ্যরাত ১১.৫৯ মিনিট পর্যন্ত আবেদনকারীরা আবেদন করতে পারবেন৷ অনলাইন ফর্ম ফিল-আপের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকছে৷ সেই সময়ের মধ্যেই প্রার্থীকে ফর্মটি পূরণ করতে হবে৷ একবার টাইম-আউট হয়ে গেলে পুনরায় নতুন করে ফর্মটি ফিল-আপ করতে হবে৷ তাই, সচেতনার সঙ্গেই ফিল-আপ করুন ফর্মটিকে৷
The post হাইকোর্টে প্রচুর চাকরি, কীভাবে আবেদন জানাবেন জেনে নিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zF1g4A
No comments:
Post a Comment