Saturday, September 29, 2018

রাজ্য বিজ্ঞান মেলায় প্রথম স্থানে মহিষাদল রাজ কলেজ

স্টাফ রিপোর্টার, হলদিয়া: ম্যানগ্রোভ দিন দিন থাবা মারছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে৷ নোনা জল যাতে কৃষিজমিতে না ঢুকতে পারে তার জন্য করা হচ্ছে বিভিন্ন স্বয়ংক্রিয় যন্ত্র৷ এছাড়াও এমন ধরনের শামুক আবিষ্কার করা হচ্ছে যারা লবণ জলের আগাম সতর্কবার্তা দিতে পারে৷ এই সব বিভিন্ন প্রকল্পের উপর কাজ করছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক শুভময় দাস৷

আরও পড়ুন: বিদেশিদের ‘ব্র্যান্ড দুর্গা’ চেনাবে মমতার সরকার

তাঁর এই প্রকল্প মডেলের মাধ্যমে ফুটিয়ে তুলে রাজ্যস্তরে বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগ৷ পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতর আয়োজিত পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব বিজ্ঞান মেলা- ২০১৮ প্রতিযোগিতামূলক বিজ্ঞান ভিত্তিক মডেল প্রদর্শনী ছিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে৷ এই মেলা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত হয়েছিল৷

আরও পড়ুন: বন্ধন ব্যাংকের উপর জারি হল নিষেধাজ্ঞা

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই চারটি স্তরে ভাগ করা হয়েছিল এই প্রতিযোগিতাকে৷ প্রথমে জেলাস্তরে এই প্রতিযোগিতা হয়৷ সেখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারদের নিয়ে রাজ্য স্তরে প্রতিযোগিতা হয়৷

সব মিলিয়ে রাজ্যস্তরে অংশগ্রহণ করেছিল প্রায় ২১২ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়৷ সেখানেই রাজ্যের সব কলেজকে ছাপিয়ে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগ প্রথম হয়৷

আরও পড়ুন: ফ্রিজের কমপ্রেশর ফেটে মৃত চার

এই প্রতিযোগিতায় প্রমথ স্থানাধিকারী ওই কলেজের দুই ছাত্রী৷ একজন সুলেখা চৌধুরী ও অপরজন আফ্রিন৷ এই প্রতিযোগিতায় তাঁদের বিষয় ছিল ‘থিম ট্যাংক’৷ তাঁদের এই কাজে সাহায্য করেছে প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শুভময় দাস৷

তাঁরই ব্যবস্থাপনায় গত তিন বছর ধরে মহিষাদল গবেষণা হচ্ছে৷ তারই ফলাফলকে তিনি মডেলের মাধ্যমে তুলে ধরেছেন। এই অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল এবং যুব মন্ত্রী অরূপ বিশ্বাস বিশেষ সম্মান তুলে দেন দুই ছাত্রী ও শুভময় বাবুকে৷

আরও পড়ুন: জাতীয় স্ট্রংম্যান চ্যাম্পিয়নশিপে হলদিয়ার পিগলু

অধ্যাপক শুভময় দাস বলেন, আমাদের এই প্রকল্পের নাম ছিল ‘স্যালিনিটি ইন রিভার- স্লো অ্যান্ড সাইলেন্ট কিলার অফ সোসিয়োঅ্যাগ্রোইকোনমি অফ সাউথ বেঙ্গল৷ আরও কয়েকটি প্রকল্প তাঁরা প্রস্তাব করেন এই মডেলে। এটি আমার ও বিভাগের দীর্ঘদিনের গবেষণার ফসল।’

স্থানীয় মাহিষাদল ও পূর্ব মেদিনীপুরবাসীকে ভবিষ্যতের ধান, পান, মাছ ও ফুল চাষে লবণের ছোঁয়া থেকে নিশ্চিতভাবে রক্ষা করতে পারবে বলেও দাবি করেন তিনি। প্রসঙ্গত, মহিষাদল রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগ ২০১২ থেকে এই মডেল প্রতিযোগিতায় রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে এবং জাতীয়স্তরেও চ্যাম্পিয়ন হয়ে আসছে৷

আরও পড়ুন: তনুশ্রী-নানা পাটেকর বিতর্কে এ কী বললেন সলমন!

The post রাজ্য বিজ্ঞান মেলায় প্রথম স্থানে মহিষাদল রাজ কলেজ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2IoCb0K

No comments:

Post a Comment