Friday, September 28, 2018

সোনার মেয়ে স্বপ্না বর্মনের মা পুজোর উদ্বোধন করুন, চাইছে উদ্যোক্তারা

জলপাইগুড়ি: সন্তানের জন্য মা-বাবার মুখ উজ্জ্বল হওয়ার থেকে বড় আনন্দ বোধহয় আর কোনওকিছুতেই নেই৷ সন্তানের গর্বে গর্বিত হওয়ার তৃপ্তিই আলাদা৷ তার বড় প্রমাণ জলপাইগুড়ির বাসনা বর্মন৷ মেয়ে স্বপ্না বর্মন এশিয়াডে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছে৷ এমন সন্তান যিনি গর্ভে ধারণ করেছেন প্রকৃত অর্থেই তো তিনি শক্তির উৎস৷ রত্নগর্ভা৷

আরও পড়ুন: খুলে গেল মন্দিরের দরজা! যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

তাই শহরের পুরাতন পুলিশ লাইনের দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা চান এ বছর তাঁদের পুজোর উদ্বোধন করুন বাসনা বর্মন৷ স্বপ্না বর্মনের মা৷ বৃহস্পতিবার সকাল সকালই নিজেদের ইচ্ছের কথা জানাতে বর্মনবাড়িতে হাজির হয়েছেন পুজো কর্তারা৷

বাসনাদেবীকে চিঠি নিয়ে তাঁরা আমন্ত্রণ জানিয়েছেন, পুজোর ফিতে কাটার। সাংসদ, বিধায়ক, মন্ত্রী নয় সোনার মেয়ের জন্মদাত্রীকে দিয়ে মায়ের পুজোর শুভ উদ্বোধন করতে চায় পুজো কমিটি। বাসনাদেবী বলেন, ‘‘স্বপ্না পুজোর সময় জলপাইগুড়িতে থাকবে না, বিদেশে যাবে শুনেছি। পুজো কমিটি থেকে নিমন্ত্রণ করে গেল৷ ওরা পুজোর উদ্বোধন আমাকে দিয়ে করাতে চায়। আমারও যাওয়ার ইচ্ছে রয়েছে। তবে আমার মেয়ে থাকলে ভালো হত৷’’

আরও পড়ুন: প্রকাশ্য রাস্তায় জোড়া মৃতদেহের পোস্ট মর্টেম, বিতর্কে চিকিৎসক

এদিকে আজ শুক্রবার স্বপ্না ফিরছেন জলপাইগুড়ির পাতকাটার ঘোষপাড়ার বাড়িতে৷ স্বপ্নার মা জানালেন মেয়ের পছন্দের খাবার রয়েছে এদিনের মেনুতে৷ ভাত, মুগডাল ছিটিয়ে চালকুমরো, পালংশাক, ছোটমাছের ঝোল৷ জলপাইগুড়িতে সাজো সাজো রব স্বপ্নার আসার খুশিতে। দুপুরে কলকাতা হয়ে শিলিগুড়ি পৌঁছবেন৷ তারপর সেখান থেকে জলপাইগুড়ি৷ এদিনই তাঁকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে বেশ কয়েকটি সংগঠন৷ এতদিন পর সোনার মেয়ে দেশে ফিরছে, ঘরে ফিরছে৷ উন্মাদনার পারদ যে ঊর্ধ্বমুখী হবে সেটাই স্বাভাবিক৷

The post সোনার মেয়ে স্বপ্না বর্মনের মা পুজোর উদ্বোধন করুন, চাইছে উদ্যোক্তারা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2xKbTC5

No comments:

Post a Comment