Sunday, September 30, 2018

হাওড়ায় আন্তঃরাজ্য কিডনি পাচারে জড়িত মহিলা গ্রেফতার

স্টাফ রিপোর্টার,হাওড়া: আন্তঃরাজ্য কিডনি পাচার চক্রের পর্দা ফাঁস৷ কিডনি পাচারের ঘটনায় গ্রেফতার এক মহিলা৷ হাওড়ার জগাছা থানা এলাকা থেকে ওই মহিলাকে গ্রেফতার করে উত্তরাখণ্ড পুলিশ ও হাওড়া সিটি পুলিশের যৌথ টিম৷ ধৃতের নাম চন্দনা গুড়িয়া(৪৪)৷ শনিবার রাতে হাওড়ার জগাছা জিআইপি কলোনি থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়৷ আজ রবিবার ধৃতকে হাওড়া কোর্টে তোলা হবে৷

 

জানা গিয়েছে, ওই মহিলা ভিন রাজ্যে কিডনি পাচারের সঙ্গে জড়িত৷ গত বছর হাওড়ার জগাছা থেকে দুই ডোনারকে সঙ্গে নিয়ে হরিদ্বারে যান ওই মহিলা৷ তাদের কিডনি বিক্রি করা হয়েছিল সেখানে৷ তদন্তে নেমে উত্তরাখণ্ডের পুলিশ চন্দনার হদিশ পায়৷ এরপর হাওড়া সিটি পুলিশের সাহায্যে তাকে গ্রেফতার করা হয়৷

রবিবার চন্দনাকে হাওড়া আদালতে তোলা হবে৷ তাকে ট্রানজিট রিমান্ডে উত্তরাখণ্ড নিয়ে গিয়ে জেরা করবে পুলিশ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৩৭০, ৩৪২, ১২০বি এবং অন্যান্য বেশ কিছু ধারায় মামলা দায়ের করা হয়েছে৷

The post হাওড়ায় আন্তঃরাজ্য কিডনি পাচারে জড়িত মহিলা গ্রেফতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2xMpqZR

No comments:

Post a Comment