Saturday, June 30, 2018

মেসির চোখে জল! আর্জেন্তিনাকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কাজান: রোমাঞ্চভরা ম্যাচে নারকীয় পরাজয় আর্জেন্তিনা…! এমবাপে-পগবা-গ্রিজমানদের কাছে আত্মসমপর্ণ মেসি-ডি’মারিয়াদের৷ আর্জেন্তিনাকে ৪-৩ হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স৷

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রোমাঞ্চকর হয় ওঠে ফরাসি-আর্জেন্তাইন ফুটবলারদের লড়াই৷ ম্যাচের ৪৮ মিনিটে মেসির দুরন্ত শট পায়ে ঠেকিয়ে আর্জেন্তিনাকে ২-১ এগিয়ে দেন মাকার্ডো৷ কিন্তু এই গোলই যেন ফরাসি আক্রমণে ঘি ঢেলে দেয় আর্জেন্তিনা৷ ৫৭ মিনিটে বেঞ্জামিন পাভার্দের দুরন্ত গোলে ম্যাচে সমতা (২-২) ফেরায় ফ্রান্স৷ এর পর থেকেই আর্জেন্তিনার ডিফেন্স নিয়ে ছেলে খেলা করেন এমবাপে, পগবারা৷ মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ১৯৯৮ এর চ্যাম্পিয়নদের ৪-২ এগিয়ে দেন এমবাপে৷ আর্জেন্তাইন ডিফেন্স তছনছ করে ৬৪ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন প্যারিস সাঁ জা’র এই ফরোয়ার্ড৷ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির দুরন্ত পাশ থেকে ব্যাবধান কমালেও (৩-৪) বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের ফাইনালিস্টরা৷

রাশিয়া বিশ্বকাপের প্রথম নক-আউটে হাড্ডাহাড্ডি লড়াই৷ দ্রুত গতির ফরাসি ফুটবলারদের বিরুদ্ধে ম্যাচের শুরুতে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্তিনা৷ প্রথর্মার্ধে ডি’ মারিয়ার গোল ছাড়া বিশেষ সুবিধা করতে পারেনি মেসি-ডি’ মারিয়ারা৷ প্রথমার্ধের ফ্রান্সের গোলে মাত্র দু’বার বল রাখতে পেরেছিল আর্জেন্তিনা৷ যার মধ্যে একটি ডি’ মারিয়ার দুরন্ত শটে গোল৷

কাজান এরিনায় এদিন ম্যাচের ৯ মিনিটে ফ্রান্সকে এগিয়ে নিতে পারতেন অঁতোয়ান গ্রিজমান। কিন্তু তা হয়নি৷ তবে ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন সেই গ্রিজমানই৷ প্রতি আক্রমণে মাঝ মাঠে বল পেয়ে দারুণ গতিতে এগিয়ে যাওয়া কিলিয়ান এমবাপেকে ফেলে দিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন মার্কাসো রোজো৷ স্পট-কিকের নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি গ্রিজমান৷

ফের দ্রুত গতিতে ডি-বক্সে ঢুকে যাওয়া এমবাপেকে থামাতে গিয়ে ফাউল করে হলুদ কার্ড দেখেন নিকোলাস ত্যাগলিয়াফিকো। এবার বিপজ্জনক জায়গা থেকে ফ্রি-কিক পায় ফ্রান্স। ২১ মিনিটে পল পগবার ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে যায়।

প্রথমার্ধের সময় যত ফুরিয়ে আসছিল, ততই আক্রমণাত্মক হয়ে ওঠেন মেসিরা৷ ২৫ গজ দূর থেকে ডি’ মারিয়ার শট কাঁপিয়ে দেয় ফ্রান্সের তেকাঠি। ম্যাচে সমতা ফেরায় আর্জেন্তিনা৷ স্বপ্নের প্রত্যাবর্তন সাম্পাওলির ছেলেদের৷ গ্যালারিতে লাফিয়ে ওঠেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক দিয়েগো মারাদোনা৷ প্রথমার্থ ১-১ গোলে শেষ হয়৷

এদিন প্রথম একাদশে আগুয়েরো ও হিগুয়াইনকে দলে রাখেননি আর্জেন্তাইন কোচ সাম্পাওলি৷ আক্রমণভাগে লিওনেল মেসি ও ডি’ মারিয়ার সঙ্গী ছিলেন ক্রিশ্চিয়ান প্যাভোন। কিন্তু ডেনমার্কের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ছ’টি পরিবর্তন আনা ফ্রান্স নক-আউটের প্রথম ম্যাচে দলে ফিরিয়েছে লরিস, পগবা, এমবাপে, উমতিতি, পাভার্দ এবং মাতুইদিকে।

আর্জেন্টিনা: ফ্রাঙ্কো আরমানি, মার্কোস রোজো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, গ্যাব্রিয়েল মার্কাডো, জাভিয়ের মাসচেরানো, এভার ব্যানেগা, এনজো পেরেজ, লিওনেল মেসি, ডি মারিয়া, ক্রিশ্চিয়ান প্যাভন।

ফ্রান্স: হুগো লরিস, লুকা হার্নান্ডেজ, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, বেঞ্জামিন পাভার্দ, পল পগবা, এনগোলো কঁতে, ব্লেইস মাতুইদি, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপে।

The post মেসির চোখে জল! আর্জেন্তিনাকে হারিয়ে শেষ আটে ফ্রান্স appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IEkngk

No comments:

Post a Comment