শ্রীনগর: ট্রেন থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ১০ জওয়ান৷ নিখোঁজ সেই ১০ জওয়ানের মধ্যে ৯ জন ফিরে এলেন৷ শুক্রবার রাতে কাশ্মীরের সাম্বা সেক্টরে নিজের ব্যাটলিয়নে ৯ জনই যোগ দিলেন৷ এখনও খোঁজ নেই ১ সেনার৷
বুধবার জম্মু-কাশ্মীরে প্রশিক্ষণের জন্য বিশেষ সেনা ট্রেনে রওনা দিয়েছিলেন ১০ জওয়ান৷ বর্ধমান-ধানবাদের মাঝে ট্রেন পৌঁছনর পর, সেনাদের খোঁজ পাননি কমান্ডার৷ মুঘলসরাইয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়৷ ঘটনার তিন দিনের মাথায় ফিরল ৯ জওয়ান৷
অভিযোগে লেখা হয়, জম্মু-কাশ্মীরে যাওয়ার ওই বিশেষ ট্রেনে ছিলেন ৮৩ জওয়ান৷ এর মধ্যে ১০ সেনা নিখোঁজ৷ বর্ধমান ও ধানবাদের মাঝে কোনও স্টেশনে ১০ সেনা নেমে পড়েন৷ কমান্ডারের দাবি, তাঁকে না জানিয়েই নেমে পড়েন জওয়ানরা৷ ৮৩ সেনার প্রত্যেকেই পশ্চিমবঙ্গের৷ মুঘলসরাইয়ে ট্রেন থামলে ১০ সেনার খোঁজ পাওয়া যায়নি৷
জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে চলছে সেনার প্রশিক্ষণ৷ তাতেই যোগ দিলেন নিখোঁদ ৯ সেনা৷ নিখোঁজ ১০ সেনা কেন ট্রেন থেকে নেমে পড়ে? বিষয়টি নিয়ে এখনও ধন্দে পুলিশ৷ ১০ জনের বাড়ি পশ্চিমবঙ্গের কোথায় তা জানা যায়নি৷ পুলিশ ধানবাদ ও বর্ধমানে খোঁজ চালাচ্ছিল৷ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও চলছিল তল্লাশি৷ সেই তল্লাশি চালাকালীন হঠাৎই ফিরে এলেন ৯ সেনা৷ বাকি ১ জওয়ান কোথায় তা জানা যায়নি৷ ৯ সেনার জিজ্ঞাসাবাদ চলছে৷ শাস্তির মুখেও পড়তে পারেন ফিরে আসা ৯ জওয়ান বলে জানাচ্ছেন সেনা আধিকারিক৷
The post কাশ্মীরে ফিরলেন নিখোঁজ ৯ জওয়ান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Ki69aV
No comments:
Post a Comment