Thursday, August 1, 2019

জুলাই মাসের বেতন হল না BSNL, MTNL কর্মীদের

নয়াদিল্লি: সময় মতো বেতন হল না রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএল এবং এমটিএনএল কর্মীদের৷ বৃহস্পতিবার মোট ১.৯৮ লক্ষ বিএসএনএল এবং এমটিএনএল কর্মীদের জুলাই মাসের বেতন হয়নি৷ তবে বিএসএনএল চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর পিকে পুরওয়ার জানিয়েছেন, ৫ অগস্ট জুলাই মাসের বেতন হয়ে যাবে৷ যদিও ইউনিয়ন নেতার বক্তব্য, তেমন কোনও তথ্য ম্যানেজমেন্ট তাদের জানায়নি৷

এই মূহুর্তে বিএসএনএলের ১.৭৬ লক্ষ এবং এমটিএনএলের ২২,০০০ লক্ষ কর্মী রয়েছে৷ সাধারণত বেতন প্রতি মাসের শেষ দিনে তাদের অ্যাকাউন্টে জমা পড়ে যেত৷

এই নিয়ে দ্বিতীয় বার এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এই দুই সংস্থার বেতন সময় মতো হল না৷ এর আগে আর্থিক সংকটের জন্য ফেব্রুয়ারি মাসের বেতন পেতে মার্চ মাসের মাঝামাঝি হয়ে গিয়েছিল৷

বেতন বাবদ বিএসএনএলের মোট খরচ ৭৫০-৮৫০ কোটি টাকা এবং এমটিএনএলের ১৬০ কোটি টাকা ৷ এমটিএনএলের ডিরেক্টর সুনীল কুমার জানিয়েছেন, কোম্পানি বকেয়া পাওনা আদায় করছে তার পরেই খুব শীঘ্রই বেতন দিয়ে দেওয়া হবে৷

The post জুলাই মাসের বেতন হল না BSNL, MTNL কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2GI9OLa

No comments:

Post a Comment