Tuesday, February 26, 2019

#FightBack- ভারতের বায়ুসেনাকে নতুন নাম মুখ্য়মন্ত্রী মমতার

স্টাফ রিপোর্টার, কলকাতা: মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ পুলওয়ামাকাণ্ডের জবাব দিল ভারতের বায়ুসেনা৷ পাক অধকৃত কাশ্মীরের বালাকোটে এয়ারস্ট্রাইক চালিয়ে জঙ্গি ঘাঁটি গিঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা৷ ইতিমধ্যেই বায়ুসেনার এই সফল এয়ারস্ট্রাইককে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই৷

আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে জানালেন, আইএএফ-এর অর্থ ইন্ডিয়াজ অ্যামেজিং ফাইটার্স, জয় হিন্দ৷

ভারতীয় বায়ুসেনার এই পদক্ষেপকে স্যালুট জানান কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীও৷ তিনি ট্যুইট করেন-

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের উপরে হামলা চালায় এক জইশ জঙ্গি। আত্মঘাতী জঙ্গি আদিলের আক্রমণে প্রাণ হারান ৪০ জন আধা সেনা জওয়ান। যা নিয়ে শোকে কাতর হয়েছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী।

মঙ্গলবার ভোরে তারই প্রত্যাঘাত হানল ভারতীয় বায়ুসেনা৷ ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা। ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ওই হামলা চালানো হয়। মুজফফরাবাদ সেক্টরের সকল জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। মোট এক হাজার কেজি বোমা বর্ষণ করা হয়৷

The post #FightBack- ভারতের বায়ুসেনাকে নতুন নাম মুখ্য়মন্ত্রী মমতার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2NuQ3ZE

No comments:

Post a Comment